• donor
  • bwdb
  • javascript carousel
  • gon

Flood and Riverbank Erosion Risk Management Investment Program (FRERMIP) Project-2

কার্যক্রমসকল

পটভূমি

টেকসই ও স্বল্প ব্যয়ে নদী ভাংগন রোধ এবং ভাংগন ঝুঁকি ব্যবস্থাপনায় এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর আর্থিক ও কারিগরি সহায়তায় ‘‘যমুনা মেঘনা রিভার ইরোশন মিটিগেশন (জেএমআরইএমপি)’’ শীর্ষক একটি প্রকল্প জুলাই ২০০২ হতে জুন ২০১১ পর্যন্ত মেয়াদে বাস্তবায়ন করা হয়। এই প্রকল্পে সম্পূর্ন নতুন ও সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে যমুনা ও মেঘনা নদীর তীরে মোট ২৮.৪৪ কিঃমিঃ নদী তীর সংরক্ষণ মূলক কাজ সম্পন্ন করা হয়েছিল এবং অদ্যাবধি তা কার্যকর আছে। সাশ্রয়ী এই Adaptive Approach প্রযুক্তির কাজ সফল ভাবে সমাপ্ত হওয়ার প্রেক্ষিতে উন্নয়ন সহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক একই প্রযুক্তির প্রয়োগে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও নেদারল্যান্ডস সরকার (GoN) আর্থিক সহায়তায় ১০-বছর মেয়াদী Multitranche-Financing Facility (MFF) এর আওতায় “Flood and Riverbank Erosion Risk Management Investment Program (FRERMIP)” শীর্ষক কর্মসূচিটি ৩টি Tranche এর মাধ্যমে বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়। Tranche-1 প্রকল্পটি ৮৬৭.৪৪ কোটি টাকা ব্যয়ে এপ্রিল ২০১৪ হতে হতে জুন ২০২১ মেয়াদে বাস্তবায়িত হয়। Tranche-1 বাস্তবায়নে অতিরিক্ত সময় অতিবাহিত হওয়ায় Tranche-2 ও Tranche-3 একত্রে “FRERMIP- Project 2” নামক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়।


River Stabilization Plan বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু সেতুর ভাটি থেকে এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দীর্ঘমেয়াদী এ পরিকল্পনায় River Stabilization কে গুরুত্ব দেওয়া হয়েছে। ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পানি সম্পদ সেক্টরের অন্যতম উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে নদী তীর সংরক্ষণ, নদী/খাল খনন, পুনঃখননের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙ্গন রোধ করে দুর্যোগ ঝুঁকি প্রশমন, মানুষের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা। এ লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও, প্রকল্পটি এসডিজি’র নির্দেশক ৬.৫.১ (সমন্বিত পানি ব্যবস্থাপনা) এর সাথে সংগতিপূর্ণ।


এহেন প্রেক্ষাপটে গৃহিত  “Flood and Riverbank Erosion Risk Management Investment Program (FRERMIP)- Project-2” শীর্ষক প্রকল্পটি ১৮০,৩০৬.৮১ লক্ষ টাকা (জিওবি ৩২,১৭৩.৯০ লক্ষ টাকা, এডিবি ঋণ ১৩২৯৭৭.৩৭ লক্ষ টাকা এবং নেদারল্যান্ডসের অনুদান ১৫১৫৫.৫৪ লক্ষ টাকা) প্রাক্কলিত ব্যয়ে জানুয়ারি ২০২২ হতে ডিসেম্বর ২০২৫ মেয়াদে বাস্তবায়নের জন্য গত ২৫/০১/২০২২ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত হয়। তবে এডিবি’র সাথে স্বাক্ষরিত ঋণচুক্তির মেয়াদ ২৬ জুন ২০২৪ পর্যন্ত।



ভিডিও গ্যালারী সকল

FRERMIP Summary Version 4

ফটোগ্যালারি সকল


Go to top of page